Kishore Kumar Hits

Bolepur Bluez - Aage Ki Shundor Din Kataitaam lyrics

Artist: Bolepur Bluez

album: The Soul Connection


গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
সবাই মিলিয়া আমরা বাউলা গান গাইতাম
হায়রে সবাই মিলিয়া আমরা সারি গান গাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম

বর্ষা যখন আইত
গাজির গান হইত
রংগে রংগে আমরা আনন্দ পাইতাম

বর্ষা যখন আইত
গাজির গান হইত
রংগে রংগে আমরা আনন্দ পাইতাম

বাউলা গান জারি গান
আনন্দের তুফান
বাউলা গান জারি গান
আনন্দের তুফান
গাইয়া সারি গান নাও দৌড়াইতাম
হায়রে গাইয়া সারি গান নাও দৌড়াইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম

হিন্দু বাড়িত, যাত্রা গান হইতো
নিমন্ত্রণ দিতো, আমরা যাইতাম

হিন্দু বাড়িত যাত্রা গান হইতো
নিমন্ত্রণ দিতো, আমরা যাইতাম
মানুষ ছিলো সরল, ছিলো ধর্ম বল
মানুষ ছিলো সরল, ছিলো ধর্ম বল
এখন সবাই পাগল বড়লোক হইতাম
হায়রে এখন সবাই পাগল বড়লোক হইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম

ঝগড়া বিবাদ হইলে, পঞ্চায়েতের বলে
গরিব কাঙালে আমরা বিচার পাইতাম

ঝগড়া বিবাদ হইলে, পঞ্চায়েতের বলে
গরিব কাঙালে আমরা বিচার পাইতাম

কে হবে মেম্বার,
কে হবে গ্রাম সরকার
কে হবে মেম্বার,
কে হবে গ্রাম সরকার
আমরা কি তাহার খবরও লইতাম
হায়রে আমরা কি তাহার খবরও লইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম

করি ভাবনা
সেই দিন আর হবে নাহ
ছিল বাসনা সুখি হইতাম

করি ভাবনা
সেই দিন আর হবে নাহ
ছিল বাসনা সুখি হইতাম

দিন হতে দিন
আসে যে কঠিন
দিন হতে দিন
আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম
হায়রে করিম দীনহীন কোন পথে যাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
সবাই মিলিয়া আমরা বাউলা গান গাইতাম
হায়রে সবাই মিলিয়া আমরা সারি গান গাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists