একটা জানালা আর এক চিলতে রোদ্দুর দেখি তো তোকে নিয়ে যেতে পারে কতদূর (পিয়ানো) একটা জানালা আর এক চিলতে রোদ্দুর দেখি তো তোকে নিয়ে যেতে পারে কতদূর যে ঝিল পাড়ে মাটি খুঁড়ে পুঁতে রাখা আছে এক টুকরো ছেলেবেলা যে উঠোনে ইটের আঁচড়ে খোপ কেটে চলে এক্কা দোক্কা খেলা বালিতে কাঁকড়ে আদরে সাজানো ছোট্ট ঝুলন মেলা আমার জানালা আর এক চিলতে রোদ্দুর পারবে কি নিয়ে যেতে ততদূর? (মেলোডিকা সোলো) আলোর থেকেও জোরে ছোটে এই মন নাকি হিসেবের যানজটে এই মন শীত জড়ানো চাদরের ভেতরে গায়ে কাঁটার মতন ফুটে ওঠে এই মন ঠিক তখন ডিজিটে ডিজিটে ছায়াপথ আঁকে স্ক্রিন তুই ডেস্কের ভরা ফাইলে দিলি ডুব স্মার্টফোন স্মার্টওয়াচ স্মার্ট চরাচর স্মার্টলি তোকে বানাচ্ছে বেকুব বেচারা জানালা আর অসহায় রোদ্দুর প্রযুক্তির ভারে ক্রমে যাচ্ছে সরে বহুদূর (গীটার সোলো) (পিয়ানো আর্পেজিও) বোকার মতন আমি আর আমার জানালা হাঁ করে দেখি গিলি, গুণে যাই শূন্য আলো সরে যায় আলোর অনেক তাড়া আমি ছিলাম আছি, থাকব তোর জন্য