আজ থেকে পাল্টে যাবে চারিপাশ
শেষ হবে শূন্যতার সহবাস
♪
আজ থেকে আকাশে নামবো খালি পায়ে
দুরূহ আদরের ব্যথায় হাসবো বারোমাস
♪
জাহাজ ভিড়েছে বন্দরে
সুখ বিকোচ্ছে কম দরে
কিনে রেখে দিতে পারো অন্দরে
নাকি পাড়ি তেপান্তরে
তুমিই বেছে নাও
আলোয় ভালোয় মন মাখলাম
আয়নার খাতায় চুকিয়ে দাম
মুছে ফেলে ভীতু বদনাম
আলোয় ভালোয় মন মাখলাম
♪
পথেঘাটে কটা পোড়া মোমবাতি জুটে যায়
ওরা ফাঁকা মাঠে টিমটিমে মিঠে সন্ধ্যে নামায়
'ভালো আছি'- মুখে বললেও লাগে ভালো
আর তারই সাথে না-পাওয়াগুলো কান্না থামায়
কুড়িয়ে-কাছিয়ে খড়কুটো
আগলে রেখো না দোর দুটো
ভেঙে এই খাঁচার জীবন ঝুটো
ইচ্ছে উড়িয়ো মুঠো মুঠো
নিজের হাতেই যদি চাও
আলোয় ভালোয় মন মাখলাম
আয়নার খাতায় চুকিয়ে দাম
মুছে ফেলে ভীতু বদনাম
আলোয় ভালোয় মন মাখলাম
♪
জাহাজ ভিড়েছে বন্দরে
সুখ বিকোচ্ছে কম দরে
কিনে রেখে দিতে পারো অন্দরে
নাকি পাড়ি তেপান্তরে
♪
আলোয় ভালোয় মন মাখলাম
আয়নার খাতায় চুকিয়ে দাম
মুছে ফেলে ভীতু বদনাম
আলোয় ভালোয় মন মাখলাম
আলোয় ভালোয় মন মাখলাম
আয়নার খাতায় চুকিয়ে দাম
মুছে ফেলে ভীতু বদনাম
আলোয় ভালোয় মন মাখলাম
Поcмотреть все песни артиста
Other albums by the artist