Kishore Kumar Hits

Tamal Kanti Halder - Kotobar lyrics

Artist: Tamal Kanti Halder

album: Kotobar


আমি নিয়মিত ফুল বদলাই
তোমার আদরের ফুলদানীতে
জানি নিমেষেই মিলবে সুফল
এই ক্ষণিকের উস্কানিতেই
পার হয়ে যাই হাড়কাটা গলি
ভাঙা গ্লাসগুলি পড়ে থাকে ছাতে
জেনো কোন সমঝোতা বাকি নেই
নেই কোনো অশালীন মৌতাতে
কোনো কারসাজি আর করিনা
ব্যকরণগত ভুল ধরি না
আমার দিন ভরে গেছে কত আলোয়
শুধু খাঁখাঁ পড়ে থাকি মাঝরাতে
শুধু কতবার, আর কতবার
বল কতবার, আর কতবার
বল ডাকব
শুধু কতবার, আর কতবার
বল কতবার, আর কতবার
বল ডাকব
যাতায়াতে হলে হয়রানি
তোমাকেই আমি সমাধান বলে মানি
প্রতিদিন কত ডলে পিষে
আমারও কি সুখ ছিল বৃথা কুর্নিশে
আমি ছাপোষা গেরস্থালী করি
খাটি আট-দশ ঘন্টার রোজ
কেউ কেতা মেরে শুধোয় না দাদা
মরে গেলে কেউ করেনা তো খোঁজ
তবু হারবোনা করব লড়াই
প্রতিদিন নিঃশ্বাসে প্রশ্বাসে
আমার ভিতরেতে জোর আছে যত
জেনো তোমার থেকেই সব আসে
ফাঁকা কাপ্তানি আর মারিনা
অজুহাতের আর ধার ধারি না
জানি অচিরেই ভরব উড়ান
আর তুমিও উড়বে আশেপাশে
আমি অচিরেই ভরব উড়ান
আর তুমিও উড়বে আশেপাশে
শুধু কতবার, আর কতবার
বল কতবার, আর কতবার
বল ডাকব।
শুধু কতবার, আর কতবার
বল কতবার, আর কতবার
বল ডাকব।
শুধু কতবার, আর কতবার
বল কতবার, আর -

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists