Parashpathar - Bhalo Lage lyrics
Artist:
Parashpathar
album: Ajo Aachhe
লাল লা লালা, লালালা, লালালা, লালা লালা
লাল লা লালা, লালালা, লালালা, লালা লা
লাল লা লালা, লাল লা লালা, লাল লা লালা
লালা লালা লা
ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে
ভালো লাগে ওই আকাশের তারা গুনতে
ভালো লাগে মেঘলা দিনে নিস্পলকে রামধনু খুঁজতে
বন্ধু, বন্ধু
ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে
ভালো লাগে ওই আকাশের তারা গুনতে
ভালো লাগে মেঘলা দিনে নিস্পলকে রামধনু খুঁজতে
বন্ধু, বন্ধু
কাব্য করে লিখতে বসা কষ্টেসৃষ্টে গান লেখা আনকোরা
লাগামহীন সপ্তসুরে ছুটে ফেরে যেন ৭টা ঘোড়া
কাব্য করে লিখতে বসা কষ্টেসৃষ্টে গান লেখা আনকোরা
লাগামহীন সপ্তসুরে ছুটে ফেরে যেন ৭টা ঘোড়া
বুঝি তাও তবু মন উধাও
বুঝি তাও তবু মন উধাও
তার কথা ভাবি শুধু গিটারের কল্পনাতে
ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে
ভালো লাগে ওই আকাশের তারা গুনতে
ভালো লাগে মেঘলা দিনে নিস্পলকে রামধনু খুঁজতে
বন্ধু, বন্ধু
♪
মুখোমুখি বসে থাকা টিকটিক সময়টা বয়ে যায়
টিক, টিক, টিক, টিক
চুম্বন সিগারেটে বাস্তবেতে আসলে তা পুড়ে যায়
মুখোমুখি বসে থাকা টিকটিক সময়টা বয়ে যায়
চুম্বন সিগারেটে বাস্তবেতে আসলে তা পুড়ে যায়
বুঝি তাও তবু মন উধাও
বুঝি তাও তবু মন উধাও
তার কথা ভাবি শুধু গিটারের কল্পনাতে
ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে
ভালো লাগে ওই আকাশের তারা গুনতে
ভালো লাগে মেঘলা দিনে নিস্পলকে রামধনু খুঁজতে
বন্ধু, বন্ধু
লাল লা লালা, লালালা, লালালা, লালা লালা
লাল লা লালা, লালালা, লালালা, লালা লা
লাল লা লালা, লাল লা লালা, লাল লা লালা
লালা লালা লা
বন্ধু
Поcмотреть все песни артиста
Other albums by the artist