আজও আছে সেই সূয্যি ডোবা নদী আজও আছে সেই নক্সি কাঁথার মাঠ আছে চালায় চোখ রেখে মিছে স্বপ্ন দেখা আছে চিলে কোঠার ঘরে কিছু ইচ্ছে রাখা দূরে চলে গেছে বহু দূরে বুঝতে পারিনি কতো দূরে এলবামের মাঝে দিন গুলো হারিয়ে গেছে সেই বর্ষায় হাঁটুজল রাস্তাটা আজ কোথায় আছে? জানি না, আমি জানি না আজও যেতে চাই ঘুমপরীর দেশে আজও ছুঁতে চাই সেই চাঁদের পাহাড় আছে চাঁদের মাঝে, চরকাবুড়ির চাকা আছে তেপান্তরের মাঠে, কিছু স্বপ্ন রাখা দূরে চলে গেছে বহু দূরে বুঝতে পারিনি কতো দূরে এলবামের মাঝে দিন গুলো হারিয়ে গেছে সেই গ্রীষ্মের দুপুরগুলো কেন বদলে গেছে জানি না, আমি জানি না দূরে চলে গেছে বহু দূরে বুঝতে পারিনি কতো দূরে এলবামের মাঝে দিন গুলো হারিয়ে গেছে সেই বর্ষায় হাঁটুজল রাস্তাটা আজ কোথায় আছে? জানি না, আমি জানি না