মন আমার, কখনো ভুলে যেও না গিটারের ব্যথায় বাঁধা কবিতা মন আমার, কখনো ভুলে যেও না গিটারের ব্যথায় বাঁধা কবিতা নিষেধের গণ্ডিটাকে পেরিয়ে উড়ে যাও, কখনো ধরা দিও না ও মন আমার ও মন আমার ও মন আমার ও মন আমার হয়তো তোমার বুক পায়নি কোথাও কোনো সান্ত্বনা বিনিদ্র রাত্রে শয্যাসঙ্গী শুধু যন্ত্রণা বোঝাতে চেয়েছ, তবু পারোনি বোঝাতে এই কবিতা শুনেও শুনবে না, বুঝবে না তোমার এ গানের ব্যথা তবু ভুলে যাও, এ স্মৃতি মনে রেখো না মন আমার, কখনো ভুলে যেও না গিটারের ব্যথায় বাঁধা কবিতা নিষেধের গণ্ডিটাকে পেরিয়ে উড়ে যাও, কখনো ধরা দিও না ও মন আমার ও মন আমার ও মন আমার ও মন আমার ♪ শুনবে তোমার গান নীল আকাশের ওই পাখিরা দুলবে সুরের দোলে সদ্য প্রস্ফুটিত ফুলেরা নদীর কলোচ্ছ্বাসে ভাসিয়ে দিয়ো এ ভাবের খেয়া হৃদয়ের অঙ্গনে জ্বালিয়ে রেখো এই সুরের দিয়া তাই গেয়ে যাও, এ গানে তুমি থেমো না মন আমার, কখনো ভুলে যেও না গিটারের ব্যথায় বাঁধা কবিতা নিষেধের গন্ডিটাকে পেরিয়ে উড়ে যাও, কখনো ধরা দিও না ও মন আমার ও মন আমার ও মন আমার ও মন আমার মন আমার মন আমার মন আমার মন আমার