Kishore Kumar Hits

Sumitra Sen - Olo Soi Olo Soi lyrics

Artist: Sumitra Sen

album: Tomari Jharnatalar Nirjane


ওলো সই, ওলো সই
আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই
ওলো সই, ওলো সই
আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই
ওলো সই, ওলো সই
ছড়িয়ে দিয়ে পা দুখানি কোণে বসে কানাকানি
ছড়িয়ে দিয়ে পা দুখানি কোণে বসে কানাকানি
কভু হেসে কভু কেঁদে চেয়ে বসে রই
ওলো সই, ওলো সই
আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই
ওলো সই, ওলো সই
ওলো সই, ওলো সই
তোদের আছে মনের কথা, আমার আছে কই
তোদের আছে মনের কথা, আমার আছে কই
আমি কী বলিব, কার কথা, কোন সুখ, কোন ব্যথা
কী বলিব, কার কথা, কোন সুখ, কোন ব্যথা
নাই কথা, তবু সাধ শত কথা কই
আমার নাই কথা, তবু সাধ শত কথা কই
ওলো সই, ওলো সই
তোদের এত কী বলিবার আছে ভেবে অবাক হই
তোদের এত কী বলিবার আছে ভেবে অবাক হই
আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়নজলে
একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়নজলে
কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই
ওলো সই, ওলো সই
আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই
ওলো সই, ওলো সই
ওলো সই, ওলো সই

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists