Kishore Kumar Hits

Sumitra Sen - Ei Udashi Hawar Pathe Pathe lyrics

Artist: Sumitra Sen

album: Amar Rabindranath


এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে
আমি কুড়িয়ে নিয়েছি, তোমার চরণে দিয়েছি
লহো লহো করুণ করে
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে
আমি কুড়িয়ে নিয়েছি, তোমার চরণে দিয়েছি
লহো লহো করুণ করে
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে

যখন যাব চলে, ওরা ফুটবে তোমার কোলে
যখন যাব চলে, ওরা ফুটবে তোমার কোলে
তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদনভরে
যেন আমায় স্মরণ করে
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে
আমি কুড়িয়ে নিয়েছি, তোমার চরণে দিয়েছি
লহো লহো করুণ করে
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে

বউকথাকও তন্দ্রাহারা
বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা
আজি বিভোর রাতে
বউকথাকও তন্দ্রাহারা
বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা
আজি বিভোর রাতে
দুজনের কানাকানি কথা
দুজনের মিলনবিহ্বলতা
দুজনের কানাকানি কথা
দুজনের মিলনবিহ্বলতা
জ্যোৎস্নাধারায় যায় ভেসে যায়
দোলের পূর্ণিমাতে
এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা
কালকে দিনের তরে
তোমার অলস দ্বিপ্রহরে
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে
আমি কুড়িয়ে নিয়েছি, তোমার চরণে দিয়েছি
লহো লহো করুণ করে
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists