Kishore Kumar Hits

Sumitra Sen - Amar Na Bola Banir lyrics

Artist: Sumitra Sen

album: Bhara Sanjhe


আমার না বলা বাণীর
ঘন যামিনীর মাঝে
আমার না বলা বাণীর
তোমার ভাবনা তারার মতন রাজে
আমার না বলা বাণীর

নিভৃত মনের বনের ছায়া
নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে
না দেখা ফুলের গোপন গন্ধ ফিরে
ফিরে, ফিরে
নিভৃত মনের বনের ছায়া
নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে
না দেখা ফুলের গোপন গন্ধ ফিরে
ফিরে, ফিরে
লুকায় বেদনা অঝরা অশ্রুনীরে
আমার লুকায় বেদনা
অশ্রুত বাঁশি হৃদয়গহনে বাজে
বাজে, বাজে
আমার না বলা বাণীর

ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান
তোমায় আমার গান
ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান
তোমায় আমার গান
পরানের সাজে সাজাই খেলার ফুলে
জানি না কখন নিজে বেছে লও তুলে, লও তুলে
পরানের সাজে সাজাই খেলার ফুলে
জানি না কখন নিজে বেছে লও তুলে, লও তুলে
অলখ আলোকে নীরবে দুয়ার খুলে
তুমি অলখ আলোকে
প্রাণের পরশ দিয়ে যাও মোর কাজে
দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও মোর কাজে
আমার না বলা বাণীর
ঘন যামিনীর মাঝে
আমার না বলা বাণীর
তোমার ভাবনা তারার মতন রাজে
আমার না বলা বাণীর

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists