Sumitra Sen - Ogo Tomar Chokkhu Diye lyrics
Artist:
Sumitra Sen
album: Bhara Sanjhe
ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি
ওগো, তোমার চক্ষু দিয়ে
আমার সত্যরূপ প্রথম করেছ সৃষ্টি
ওগো, তোমার চক্ষু দিয়ে
তোমায় প্রণাম, তোমায় প্রণাম
তোমায় প্রণাম শতবার
ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি
ওগো, তোমার চক্ষু দিয়ে
♪
আমি তরুণ অরুণলেখা
আমি বিমল জ্যোতির রেখা
আমি তরুণ অরুণলেখা
আমি বিমল জ্যোতির রেখা
আমি নবীন শ্যামল মেঘে
প্রথম প্রসাদবৃষ্টি
আমি নবীন শ্যামল মেঘে
প্রথম প্রসাদবৃষ্টি
তোমায় প্রণাম, তোমায় প্রণাম
তোমায় প্রণাম শতবার
ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি
ওগো, তোমার চক্ষু দিয়ে
♪
আমি তরুণ অরুণলেখা
আমি বিমল জ্যোতির রেখা
আমি তরুণ অরুণলেখা
আমি বিমল জ্যোতির রেখা
আমি নবীন শ্যামল মেঘে
প্রথম প্রসাদবৃষ্টি
আমি নবীন শ্যামল মেঘে
প্রথম প্রসাদবৃষ্টি
তোমায় প্রণাম, তোমায় প্রণাম
তোমায় প্রণাম শতবার
ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি
ওগো, তোমার চক্ষু দিয়ে
আমার সত্যরূপ প্রথম করেছ সৃষ্টি
ওগো, তোমার চক্ষু দিয়ে
Поcмотреть все песни артиста
Other albums by the artist