Kishore Kumar Hits

Sumitra Sen - Je raate mor duar guli lyrics

Artist: Sumitra Sen

album: An Intimate Moment


যে রাতে মাের দুয়ারগুলি ভাঙল ঝড়ে
জানি নাই তাে তুমি এলে আমার ঘরে
যে রাতে মাের দুয়ারগুলি ভাঙল ঝড়ে
সব যে হয়ে গেল কালাে
নিবে গেল দীপের আলো
সব যে হয়ে গেল কালাে
নিবে গেল দীপের আলো
আকাশপানে হাত বাড়ালেম কাহার তরে?
জানি নাই যে তুমি এলে আমার ঘরে
যে রাতে মাের দুয়ারগুলি ভাঙল ঝড়ে
অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি
ঝড় যে তােমার জয়ধ্বজা তাই কি জানি?
অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি
ঝড় যে তােমার জয়ধ্বজা তাই কি জানি?
সকালবেলা চেয়ে দেখি
দাঁড়িয়ে আছো তুমি এ কি
সকালবেলা চেয়ে দেখি
দাঁড়িয়ে আছো তুমি এ কি
ঘরভরা মাের শূন্যতারই বুকের ওপরে
জানি নাই তাে তুমি এলে আমার ঘরে
যে রাতে মাের দুয়ারগুলি ভাঙল ঝড়ে
জানি নাই তাে তুমি এলে আমার ঘরে
যে রাতে মাের দুয়ারগুলি ভাঙল ঝড়ে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists