Subinoy Roy - Madhur Madhur Dhwani Baje lyrics
Artist:
Subinoy Roy
album: Songs Of Rabindranath
মধুর, মধুর ধ্বনি বাজে
হৃদয়কমলবনমাঝে
মধুর, মধুর ধ্বনি বাজে
হৃদয়কমলবনমাঝে
নিভৃতবাসিনী বীণাপাণি অমৃতমুরতিমতী বাণী
নিভৃতবাসিনী বীণাপাণি অমৃতমুরতিমতী বাণী
হিরণকিরণ ছবিখানি পরানের কোথা সে বিরাজে
হৃদয়কমলবনমাঝে
মধুর, মধুর ধ্বনি বাজে
♪
মধুঋতু জাগে দিবানিশি, পিককুহরিত দিশি দিশি
মধুঋতু জাগে দিবানিশি, পিককুহরিত দিশি দিশি
মানসমধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে
♪
এসো দেবী, এসো হে আলোকে
একবার তোরে হেরি চোখে
এসো দেবী, এসো হে আলোকে
একবার তোরে হেরি চোখে
গোপনে থেকো না, থেকো না, থেকো না গোপনে
গোপনে থেকো না, থেকো না, থেকো না গোপনে
থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে
হৃদয়কমলবনমাঝে
মধুর, মধুর ধ্বনি বাজে
হৃদয়কমলবনমাঝে
মধুর...
Поcмотреть все песни артиста
Other albums by the artist