Kishore Kumar Hits

Subinoy Roy - Voy Hote Tobo lyrics

Artist: Subinoy Roy

album: Dukhkhorate


ভয় হতে তব অভয়মাঝে
নূতন জনম দাও হে
ভয় হতে তব অভয়মাঝে
নূতন জনম দাও হে
দীনতা হতে অক্ষয়ধনে
সংশয় হতে সত্যসদনে
দীনতা হতে অক্ষয়ধনে
সংশয় হতে সত্যসদনে
জড়তা হতে নবীনজীবনে
জড়তা হতে নবীনজীবনে
নূতন জনম দাও হে
ভয় হতে তব অভয়মাঝে
নূতন জনম দাও হে
আমার ইচ্ছা হইতে, প্রভু
তোমার ইচ্ছামাঝে
আমার স্বার্থ হইতে, প্রভু
তব মঙ্গলকাজে
আমার ইচ্ছা হইতে, প্রভু
তোমার ইচ্ছামাঝে
আমার স্বার্থ হইতে, প্রভু
তব মঙ্গলকাজে
অনেক হইতে একের ডোরে
সুখদুঃখ হতে শান্তিক্রোড়ে
অনেক হইতে একের ডোরে
সুখদুঃখ হতে শান্তিক্রোড়ে
আমা হতে, নাথ, তোমাতে মোরে
আমা হতে, নাথ, তোমাতে মোরে
নূতনজনম দাও হে
ভয় হতে তব অভয়মাঝে
নূতন জনম দাও হে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists