Subinoy Roy - Pothik Megher Dol lyrics
Artist:
Subinoy Roy
album: Brishti Sesher Haowa
পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে
শোন, শোন রে, মন রে আমার
উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে
পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে
শোন, শোন রে, মন রে আমার
♪
দিক-হারানো দুঃসাহসে সকল বাঁধন পড়ুক খসে
দিক-হারানো দুঃসাহসে সকল বাঁধন পড়ুক খসে
কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা-লঙ্ঘনে
শোন রে, মন রে আমার
উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে
পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে
শোন, শোন রে, মন রে আমার
♪
বেদনা তোর বিজুলশিখা জ্বলুক অন্তরে
সর্বনাশের করিস সাধন বজ্রমন্তরে
বেদনা তোর বিজুলশিখা জ্বলুক অন্তরে
সর্বনাশের করিস সাধন বজ্রমন্তরে
অজানাতে করবি গাহন, ঝড় সে পথের হবে বাহন
অজানাতে করবি গাহন, ঝড় সে পথের হবে বাহন
শেষ করে দিস আপনারে তুই প্রলয় রাতের ক্রন্দনে
শোন রে, মন রে আমার
উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে
পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে
শোন, শোন রে, মন রে আমার
উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে
পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে
শোন, শোন রে, মন রে আমার
Поcмотреть все песни артиста
Other albums by the artist