Purba Dam - Sukhey Amay Rakhbey Keno lyrics
Artist:
Purba Dam
album: Deoya Neoya
সুখে আমায় রাখবে কেন
রাখো তোমার কোলে
যাক না গো সুখ জ্বলে, জ্বলে
সুখে আমায় রাখবে কেন
যাক না পায়ের তলার মাটি
তুমি তখন ধরবে আঁটি
যাক না পায়ের তলার মাটি
তুমি তখন ধরবে আঁটি
তুলে নিয়ে দুলাবে ওই
বাহুদোলার দোলে, দোলে
সুখে আমায় রাখবে কেন
রাখো তোমার কোলে
যাক না গো সুখ জ্বলে, জ্বলে
সুখে আমায় রাখবে কেন
যেখানে ঘর বাঁধব আমি আসে আসুক বান
তুমি যদি ভাসাও মোরে চাই নে পরিত্রাণ
যেখানে ঘর বাঁধব আমি আসে আসুক বান
তুমি যদি ভাসাও মোরে চাই নে পরিত্রাণ
হার মেনেছি, মিটেছে ভয়
তোমার জয় তো আমারই জয়
হার মেনেছি, মিটেছে ভয়
তোমার জয় তো আমারই জয়
ধরা দেব, তোমায় আমি
ধরব যে তাই হলে, হলে
সুখে আমায় রাখবে কেন
রাখো তোমার কোলে
যাক না গো সুখ জ্বলে, জ্বলে
সুখে আমায় রাখবে কেন
Поcмотреть все песни артиста
Other albums by the artist