Purba Dam - Purano Janiya lyrics
Artist:
Purba Dam
album: Tomar Tori Baoya
পুরানো জানিয়া চেয়ো না
চেয়ো না আমারে আধেক আঁখির কোণে
অলস অন্যমনে
তোমার আধেক আঁখির কোণে
পুরানো জানিয়া চেয়ো না
চেয়ো না আমারে আধেক আঁখির কোণে
♪
আপনারে আমি দিতে আসি যেই জেনো জেনো
সেই শুভ নিমেষেই জীর্ণ কিছুই নেই নেই
কিছু নেই, নেই, ফেলে দিই পুরাতনে
পুরানো জানিয়া চেয়ো না
চেয়ো না আমারে আধেক আঁখির কোণে
♪
আপনারে দেয়, দেয় গো ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি
লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি
ত্যাগরসে উচ্ছলি
আপনারে দেয়, দেয় গো ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি
লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি
ত্যাগরসে উচ্ছলি
মাধবীকুঞ্জ বার বার করি
বনলক্ষ্মীর ডালা দেয় ভরি
বারবার তার দানমঞ্জরী
নব নব ক্ষণে ক্ষণে
পুরানো জানিয়া চেয়ো না
চেয়ো না আমারে আধেক আঁখির কোণে
♪
তোমার প্রেমে যে লেগেছে আমায়
চির নূতনের সুর আমায় লেগেছে
সব কাজে মোর সব ভাবনায় জাগে চিরসুমধুর
তোমার প্রেমে যে লেগেছে আমায়
মোর দানে নেই দীনতার লেশ
যত নেবে তুমি না, না
না পাবে শেষ
আমার দিনের সকল নিমেষ
ভরা অশেষের ধনে
পুরানো জানিয়া চেয়ো না
চেয়ো না আমারে আধেক আঁখির কোণে
অলস অন্যমনে
তোমার আধেক আঁখির কোণে
পুরানো জানিয়া চেয়ো না
চেয়ো না আমারে আধেক আঁখির কোণে
Поcмотреть все песни артиста
Other albums by the artist