Ritu Guha - Roopsagore Dub Diyechi lyrics
Artist:
Ritu Guha
album: DUI Kantho
রূপসাগরে ডুব দিয়েছি
অরূপ রতন আশা করি
রূপসাগরে ডুব দিয়েছি
অরূপ রতন আশা করি
রূপসাগরে...
ঘাটে ঘাটে ঘুরব না আর
ভাসিয়ে আমার জীর্ণ তরী
রূপসাগরে ডুব দিয়েছি
অরূপ রতন আশা করি
সময় যেন হয় রে এবার
ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার
সুধায় এবার তলিয়ে গিয়ে
অমর হয়ে রব মরি
রূপসাগরে ডুব দিয়েছি
অরূপ রতন আশা করি
যে গান কানে যায় না শোনা
সে গান যেথায় নিত্য বাজে
প্রাণের বীণা নিয়ে যাব
সেই অতলের সভামাঝে
যে গান কানে যায় না শোনা
সে গান যেথায় নিত্য বাজে
প্রাণের বীণা নিয়ে যাব
সেই অতলের সভামাঝে
চিরদিনের সুরটি বেঁধে
শেষ গানে তার কান্না কেঁদে
নীরব যিনি তাঁহার পায়ে
নীরব বীণা দিব ধরি
রূপসাগরে ডুব দিয়েছি
অরূপ রতন আশা করি
রূপসাগরে...
ঘাটে ঘাটে ঘুরব না আর
ভাসিয়ে আমার জীর্ণ তরী
রূপসাগরে...
Поcмотреть все песни артиста
Other albums by the artist