Kishore Kumar Hits

Obscure - Ekta Chilo Gaaner Manush (Tribute to Ayub Bachchu) lyrics

Artist: Obscure

album: Ekta Chilo Gaaner Manush (Tribute to Ayub Bachchu)


কথা - অমিত গোস্বামী
একটা ছিলো গানের মানুষ বাঁচতো নিজের শর্তে
শব্দছোঁয়ায় হৃদয়দোলা লাগিয়ে দিতো রক্তে
তারায় তারায় মিশেছে তার শান্ত মুখচ্ছবি
আগুন ছোঁয়া শব্দ ঠোঁটে হারাচ্ছে আজ সবই
হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা
বোঝে না কেউতো চিনলো না খোঁজেনা আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না এই আমাকে
গান কখনো হারায় না যে ঠিক থেকে যায় মনে
তোমার কথাও থেকে গেছে নিবিড় সঙ্গোপনে
তারই মত এখন আমার ঝড়ের মত বাঁচা
তোমায় দেখে সবার শেখা গানের জীবন বাছা।
সুখেরই পৃথিবী সুখেরই অভিনয় যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুখী আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুখী আসলে কেউ সুখী নয়
একটা গানের মানুষ ছিলো বাঁচতো নিজের শর্তে
শব্দছোঁয়ায় হৃদয়দোলা লাগিয়ে দিতো রক্তে
তারায় তারায় মিশেছে তার শান্ত মুখচ্ছবি
আগুন ছোঁয়া শব্দ ঠোঁটে হারাচ্ছে আজ সবই।
তাকে কে বুঝেছে খোঁজ রাখে কি তার!
চেনার মত চিনলো না কেউ কী ভীষন যন্ত্রণার।

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists