তুমি সবুজ শাড়ি লাল টিপ আমার প্রিয় নাকফুল তুমি লাজুক ঠোঁটের মিষ্টি হাসি সারাক্ষণ রাখো ব্যাকুল তুমি শান বাঁধানো পুকুর ঘাঁটে প্রান্তর ছুঁয়ে যাওয়া রাত তুমি কাজল কালো দীঘির জল মনের মাঝে অবিরল তুমি শুরু থেকে শেষের পথে মন ছোঁয়া সুরের আবেশ বুকের মাঝে অনেক কাছে আমার বাংলাদেশ তুমি শুরু থেকে শেষের পথে মন ছোঁয়া সুরের আবেশ বুকের মাঝে অনেক কাছে আমার বাংলাদেশ তুমি মায়ের হাতের গরম ভাত মমতায় ছুঁয়ে দেয়া হাত তুমি প্রেয়সীর দেয়া প্রথম চিঠি কোন এক আবেগি তিথি তুমি জোছনা পায়ে চাঁদের নুপুর দুচোখের মাতাল দুপুর তুমি যতই দূরে থাকো আছো হয়ে মনেরই সুর