কথা - অমিত গোস্বামী মনের মাঝে ঘুরে বেড়াস দূরে থেকেও পাশে তোর কবরে রোদ পড়েছে সবুজ কচি ঘাসে চোদ্দ বছর বয়েস ছিল যখন এলি কাছে মুক্তিকামী কিশোর টিটো আমার পাশে পাশে বারেবারে যুদ্ধে যাওয়ার আগুন প্রবণতা সেদিন ছিল সাভার জুড়ে শত্রু আসার কথা আমরা ছিলাম মধ্যমাতে ডাইনে বাঁয়ে আরো কেন যে তুই দৌড়ে গেলি ডাক না শুনে কারো হানাদারের বৃষ্টি বুলেট বিঁধল বুকের মাঝে শহীদ হলি টিটো আমার স্পষ্ট মনে আছে কেউ ফেরাতে পারেনি আর মৃত্যু খরস্রোতা শেষ কথাটা বলেছিলি দেখব স্বাধীনতা স্বাধীন দেশের শহীদ টিটো আমার যত আদর দিয়ে ঢেকে দিলাম তোকে স্বাধীনতার চাদর দেশ পেয়েছে স্বাধীনতা পায় নি তোকে আর তোকে ভেবেই কাঁদে রে তোর বাচ্চু কমান্ডার