হয়ত তোমায় ছিল বলার কিছু ভেবেছিলাম বলবো সময়মত বলতে গিয়ে আটকে গেছি আমি মেঘ ঢেলেছে বৃষ্টি অবিরত বৃষ্টি কি আর আমার গোপনীয় ভাব বুঝেছে বুক ঢিপঢিপ কথা বলেছে কি আমি যে তোমার সাথে পেরোতে চাই আগুন খরস্রোতা ভালবাসি বলতে হবে কেন বরং কিছু না বলাটাই শ্রেয় বলি নি তাই বুঝবে ভেবেছিলাম আমার কথা সহজ অনুমেয় কুমারী রাগ অনুরাগের আলো বসলে একা মাতাল নদীর ধারে ভালবাসি বলতে গিয়ে আমি বলেছিলাম সবাই কি সব পারে না পারাটা হয়ত আমার ছিল আলোর থেকে সদ্য নেওয়া ছুটি আমি প্রকাশ করতে গিয়ে দেখি ভাঙলে তুমি সকল প্রতিশ্রুতি পারিনি থাক না পারাটা নিয়ে স্তব্ধ পাঁজর পাশ বিরান মরুভূমি একটা কথা জানতে ইচ্ছে করে বহুদূরে কেমন আছো তুমি