Obscure - Ochinpure lyrics
Artist:
Obscure
album: Crack Platoon
বৃষ্টি পরে মনের ভিতর
একফালি চাঁদ মেঘে ঢাকা
বৃষ্টি পরে চাঁদটা ছুঁয়ে
মেঘের ফাকে আকবাকা
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে...
আকাশ ডাকা মেঘের সুরে
তোমায় পেতে ইচ্ছে করে
অচিনপুরে আজকে যাব
বৃষ্টিকণায় তোমায় পাব
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে...
বৃষ্টি মাঘে ভিজে ভিজে
সেই যে এলে একাই নিজে
একফালি চাঁদ মেঘের ফাকে
ভাবছে এমন প্রেম ও থাকে
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে...
বৃষ্টি পরে মনের ভিতর
একফালি চাঁদ মেঘে ঢাকা
বৃষ্টি পরে চাঁদটা ছুঁয়ে
মেঘের ফাকে আকবাকা
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে...
Поcмотреть все песни артиста
Other albums by the artist