কথা - শাওন মাহমুদ, মোস্তফা মাহমুদ
একটা ছেলে একলা যখন মাথায় নিয়ে ঘাসের বালিশ
ঠিক তখনই একটা ভ্রমর কানে কানে করলো নালিশ
শঙ্খচিলের ডানা ছুঁয়ে পেজা পেজা মেঘের ভেলা
কোথায় তুমি কই হারালে রঙ হারালো বিকেল বেলা
দূরের পথিক পথ খুঁজে নেয় ঘরে ফেরার আছে তাড়া
একলা ছেলের মন ভালো নেয় পথ খুঁজে দেয় সন্ধ্যাতারা
আবীর রঙে রাঙিয়ে দিয়ে গল্প বলার সন্ধ্যা নামে
পেয়েছ কি পাওনি তুমি ভালবাসা হলুদ খামে
শঙ্খচিলের ডানা ছুঁয়ে পেজা পেজা মেঘের ভেলা
কোথায় তুমি কই হারালে রঙ হারালো বিকেল বেলা
দূরের পথিক পথ খুঁজে নেয় ঘরে ফেরার আছে তাড়া
একলা ছেলের মন ভালো নেয় পথ খুঁজে দেয় সন্ধ্যাতারা
কার সুরেতে হৃদয় মাখা কোন গভীরে যাওয়া আসা
সূর্যডোবা আঁধারে তার যায়না বোঝা চোখের ভাষা
শঙ্খচিলের ডানা ছুঁয়ে পেজা পেজা মেঘের ভেলা
কোথায় তুমি কই হারালে রঙ হারালো বিকেল বেলা
দূরের পথিক পথ খুঁজে নেয় ঘরে ফেরার আছে তাড়া
একলা ছেলের মন ভালো নেয় পথ খুঁজে দেয় সন্ধ্যাতারা
একটা ছেলে একলা যখন মাথায় নিয়ে ঘাসের বালিশ
ঠিক তখনই প্রজাপতি উড়ে এসে করলো নালিশ
শঙ্খচিলের ডানা ছুঁয়ে পেজা পেজা মেঘের ভেলা
কোথায় তুমি কই হারালে রঙ হারালো বিকেল বেলা
দূরের পথিক পথ খুঁজে নেয় ঘরে ফেরার আছে তাড়া
একলা ছেলের মন ভালো নেয় পথ খুঁজে দেয় সন্ধ্যাতারা
Поcмотреть все песни артиста
Other albums by the artist