কাঁদছি নাতো কাঁদবো কেনো ধুলোর কণা হয়তো হবে উথালপাথাল জলের ধারা রগড়ে দিলেই চলে যাবে কাঁদছি আমি কাঁদছি কেনো সত্যি তোমার জানতে হবে সত্যি হল কাঁদছি আমি লক্ষ্যভেদের ব্যর্থতাতে পিতা ঘুরছে তোমার হাজার ছেলে ক্রোধে শকুন দুচোখ রাখছে মেলে তরল সিসা উগড়ে দেব তপ্ত কঠিন রক্তেরই রঙ লাল শুধু হয় হয়না রঙিন একদিন ঠিক উগড়ে দেব সকল ঘৃণা লালচে চোখের সবটুকু যে ফুলকিনামা আগুন আমার বুকের ভেতর চোখের ভেতর আগুন নিয়েই কাটছে আমার সকল প্রহর গোকুল ধামে আমার মতো বাড়ছে যারা প্রতিশোধের আগুন বুকে পুষছে তারা আমার মতোই দিকহারা স্রেফ, নির্দেশনার হয়নিতো শেষ দেশ সাজানো, স্বপ্নবোনার