Obscure - Aaari lyrics
Artist:
Obscure
album: Ichcher Dakadaki
চাঁদটা নিয়ে হাতের মুঠোয় যাব তোমার বাড়ি
কেটে যাবে সব অভিমান তোমার অবুঝ আড়ি
ঘরটা জুরে জোসনা প্রদীপ রাখবো সারি সারি
ভাঙ্গবে কিনা এবার বল তোমার নিরব আড়ি
বুকের খামে তোমার জন্যে সবুজ প্রেমের চিঠি
দুচোখ দিয়ে আনবো বুনে নকশি আকা তিথি
ঘরটা জুরে জোসনা প্রদীপ রাখবো সারি সারি
ভাঙ্গবে কিনা এবার বল তোমার নিরব আড়ি
মনের কাছে তোমার জন্যে অনেক সুখের তরী
খুব যতনে দিব মুছে অবুঝ সেই ভুলগুলি
ঘরটা জুরে জোসনা প্রদীপ রাখবো সারি সারি
ভাঙ্গবে কিনা এবার বল তোমার নিরব আড়ি
চাঁদটা নিয়ে হাতের মুঠোয় যাব তোমার বাড়ি
কেটে যাবে সব অভিমান তোমার অবুঝ আড়ি
ঘরটা জুরে জোসনা প্রদীপ রাখবো সারি সারি
ভাঙ্গবে কিনা এবার বল তোমার নিরব আড়ি
ভাঙ্গবে কিনা এবার বল তোমার নিরব আড়ি
Поcмотреть все песни артиста
Other albums by the artist