ছোটবেলায় হাত ধইরা কইসিলো মোর মা বাপ পড়ালেখা না করলে করবা পরে অনুতাপ কোথায় গেল মনের আশা কোথায় আমার মা বাপ পড়ালেখা শিখা এখন করতাসি যে অনুতাপ পড়ালেখার পাট চুকাইয়া যখন আমি চাকরী চাই চোখে বাধে NO VACANCY কোনখানেই চাকরী নাই চাকরী আমি পাইনা কারন আমার ভালো BACKING নাই শিক্ষাগত যোগ্যতার আজ কোনখানেই দাম নাই কোথায় গেল মনের আশা কোথায় আমার মা বাপ পড়ালেখা শিখা এখন করতাসি যে অনুতাপ সবাই বলে ছাত্ররা যে দেশের অদূর ভবিষ্যৎ ছাত্রজীবন শেষ কইরা দেই যে এখন নাকে খৎ জীবন আমার কাটে এখন গাঁজার টানে আকাশে বিদ্যাগুলি ওড়াই গাঁজায় বিদ্যা ওড়ে বাতাসে