Obscure - Chaira Gelam Matir Prithibi lyrics
Artist:
Obscure
album: Obscure, Vol. 1
ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই
বুকে জমাট বাঁধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান
ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই
♪
রক্তে আমার মিশ্যা ছিল সুরেরই ছোঁয়া
হৃদয় দিয়া বাইয়া গেছি সঙ্গীতের খেয়া
রক্তে আমার মিশ্যা ছিল সুরেরই ছোঁয়া
হৃদয় দিয়া বাইয়া গেছি সঙ্গীতের খেয়া
আশায় আশায় কাটলো জীবন-ভোর
পার হই নাই তবু সুর-সাগর
বুকে জমাট বাাঁধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান
♪
কিসের আশায় মন সঁপিলাম সুরেরই মেলায়
কী পাইলাম আর কী হারাইলাম সঙ্গীতের খেলায়
কিসের আশায় মন সঁপিলাম সুরেরই মেলায়
কী পাইলাম আর কী হারাইলাম সঙ্গীতের খেলায়
কাইন্দা কাইন্দা বলে আমার মন
ভাংলো কেন সুরেরই স্বপন
বুকে জমাট বাাঁধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান
♪
সাদা কাফন পইড়া গেলাম আন্ধার কবরে
রাইখা গেলাম আমার এই গান তোমাদের তরে
সাদা কাফন পইড়া গেলাম আন্ধার কবরে
রাইখা গেলাম আমার এই গান তোমাদের তরে
আমায় মনে রাইখো চিরদিন
রঙ্গিন নেশায় কইরো না বিলীন
বুকে জমাট বাাঁধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান
ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই
বুকে জমাট বাাঁধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান
কী নিঠুর এই নিয়তির বিধান
কী নিঠুর এই নিয়তির বিধান
কী নিঠুর এই নিয়তির বিধান
কী নিঠুর এই নিয়তির বিধান
Поcмотреть все песни артиста
Other albums by the artist