Blue Jeans - Abar Bachbo lyrics
Artist:
Blue Jeans
album: Abar Bachbo
বিজয় সরণী পার হবোনা,
দাঁড়িয়ে থাকবো আমি এই সিগনাল
বাসার ছাদের ফুল নিবোনাে,
ভীরের মধ্যেই খুজবো গোলাপ শাহবাগে
টং দোকানে গল্পের আসরে,
টিএসসির মোড়ের বন্ধুদের সাথে
চা সিংগারা ডিম পরোটা,
বুয়েটের ক্যাফেটেরিয়া কিংবা পলাশীতে
মনের ভয় কেটে যাক,
দূর থেকে বহুদূরে
অশরীরীরা চলে যাক,
এদেশের মাটি ছেড়ে
থাকবোনা আমরা আর,
অসুস্থ কোয়ারেন্টিনে
বিধাতার কৃপাতে আজ
বের হবো ঘর ছেড়ে
আবার ফিরে যাবো আমি
শেকড়ের খোঁজে
এক বুক নিঃশ্বাস
নিবো নীল আকাশ,সবুজে
আবার শিখবো আমি বাচতে কাকে বলে
আকাশ থেকে আকাশে
আমি উড়বো ডানা মেলে
কাটাবনের পশুপাখিদের নিয়ে
বের হয়ে চলে যাবো নীলক্ষেতে
সবুজ ঘাসের মিললে দেখা,
সবাই গড়াগড়ি খাবো খুশিতে
বুক পকেটে রিকশাভাড়া
জমিয়ে হেটে চলে যাবো উত্তরাতে
ছাতা ছাড়া বেড়িয়ে যাবো
ট্রাফিক পুলিশের সঙ্গে ভিজবো বৃষ্টিতে
ভয়তো আর থাকবেনা
আলিঙ্গনে বন্ধুদের
প্রিয় মানুষ আর কাঁদবেনা
৩ফুট দূরত্বে
ঘরে ঘরে গড়া শিবিরগুলো,
ভেঙে দিবো মুহূর্তে
ডাক্তার নার্স আর্মিরা
ঘুমাবে মায়ের মমত্বে
আবার ফিরে যাবো আমি
শেকড়ের খোঁজে
এক বুক নিঃশ্বাস
নিবো নীল আকাশ,সবুজে
আবার শিখবো আমি বাচতে কাকে বলে
আকাশ থেকে আকাশে
আমি উড়বো ডানা মেলে
Поcмотреть все песни артиста
Other albums by the artist