Kishore Kumar Hits

Pijushkanti Sarkar - Marubijayer Ketan Urao lyrics

Artist: Pijushkanti Sarkar

album: Smaroner Patro


মরুবিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও, উড়াও
হে প্রবল প্রাণ
ধূলিরে ধন্য করো, ধন্য করো
করুণার পুণ্যে ধন্য করো, করো
হে কোমল প্রাণ
মরুবিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও, উড়াও
হে প্রবল প্রাণ
মৌনী মাটির মর্মের গান কবে
উঠিবে ধ্বনিয়া ধ্বনিয়া মর্মর তব রবে
মৌনী মাটির মর্মের গান কবে
উঠিবে ধ্বনিয়া ধ্বনিয়া মর্মর তব রবে
মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে, ফুলে ফলে
হে মোহন প্রাণ
ধূলিরে ধন্য করো, ধন্য করো
করুণার পুণ্যে ধন্য করো, করো
হে কোমল প্রাণ
মরুবিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও, উড়াও
হে প্রবল প্রাণ
পথিকবন্ধু, ছায়ার আসন পাতি এসো
এসো শ্যামসুন্দর
পথিকবন্ধু, ছায়ার আসন পাতি এসো
এসো শ্যামসুন্দর
এসো বাতাসের অধীর খেলার সাথী, এসো
এসো বাতাসের অধীর খেলার সাথী, এসো
মাতাও নীলাম্বর
উষায় জাগাও শাখায় গানের আশা
সন্ধ্যায় আনো, আনো বিরামগভীর ভাষা
রচি দাও রাতে সুপ্ত গীতের বাসা
রচি দাও, হে উদার প্রাণ
ধূলিরে ধন্য করো, ধন্য করো
করুণার পুণ্যে ধন্য করো, করো
হে কোমল প্রাণ
মরুবিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও, উড়াও
হে প্রবল প্রাণ
ধূলিরে ধন্য করো ধন্য, ধন্য করো
করুণার পুণ্যে ধন্য করো, করো
হে কোমল প্রাণ
মরুবিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও, উড়াও
হে প্রবল প্রাণ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists