Pijushkanti Sarkar - Aakash Jure Suninu Oi Baje lyrics
Artist:
Pijushkanti Sarkar
album: Shatabdir Rabi, Vol 3
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে
♪
সে নামখানি নেমে এল ভুঁয়ে
কখন আমার ললাট দিল ছুঁয়ে
সে নামখানি নেমে এল ভুঁয়ে
কখন আমার ললাট দিল ছুঁয়ে
শান্তিধারায় বেদন গেল ধুয়ে
আপন আমার আপনি মরে লাজে
ওই বাজে, ওই বাজে
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে
♪
মন মিলে যায় আজ এই নীরব রাতে
তারায় ভরা ওই গগনের সাথে
মন মিলে যায় আজ এই নীরব রাতে
তারায় ভরা ওই গগনের সাথে
অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক না নামময়
অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক না নামময়
আঁধারে মোর তোমার আলোর জয়
গভীর হয়ে থাক জীবনের কাজে
ওই বাজে, ওই বাজে
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে
Поcмотреть все песни артиста
Other albums by the artist