Kishore Kumar Hits

Rezwana Choudhury Bannya - Amare Jodi Jagale Aji lyrics

Artist: Rezwana Choudhury Bannya

album: Mon Diyechhi Mele


আমারে যদি জাগালে আজি নাথ
ফিরো না তবে ফিরো না
করো করুণ আঁখিপাত
আমারে যদি জাগালে আজি নাথ
ফিরো না তবে ফিরো না
করো করুণ আঁখিপাত
আমারে যদি জাগালে আজি নাথ

নিবিড় বন-শাখার 'পরে
আষাঢ়-মেঘে বৃষ্টি ঝরে
নিবিড় বন-শাখার 'পরে
আষাঢ়-মেঘে বৃষ্টি ঝরে
বাদলভরা আলসভরে
ঘুমায়ে আছে রাত
ফিরো না তবে ফিরো না
করো করুণ আঁখিপাত
আমারে যদি জাগালে আজি নাথ

বিরামহীন বিজুলিঘাতে
নিদ্রাহারা প্রাণ
বরষা-জলধারার সাথে
গাহিতে চাহে গান
বিরামহীন বিজুলিঘাতে
নিদ্রাহারা প্রাণ
বরষা-জলধারার সাথে
গাহিতে চাহে গান

হৃদয় মোর চোখের জলে
বাহির হল তিমিরতলে
হৃদয় মোর চোখের জলে
বাহির হল তিমিরতলে
আকাশ খোঁজে ব্যাকুল বলে
বাড়ায়ে দুই হাত
ফিরো না তবে ফিরো না
করো করুণ আঁখিপাত
আমারে যদি জাগালে আজি নাথ
ফিরো না তবে ফিরো না
করো করুণ আঁখিপাত
আমারে যদি জাগালে আজি নাথ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists