Kishore Kumar Hits

Rezwana Choudhury Bannya - Aji Godhuli Logone lyrics

Artist: Rezwana Choudhury Bannya

album: The Duo Collection


আজি গোধূলিলগনে এই বাদলগগনে
তার চরণধ্বনি আমি হৃদয়ে গণি
"সে আসিবে," আমার মন বলে সারাবেলা
অকারণ পুলকে আঁখি ভাসে জলে
আজি গোধূলিলগনে

অধীর পবনে তার উত্তরীয়
দূরের পরশন দিল কি ও
অধীর পবনে তার উত্তরীয়
দূরের পরশন দিল কি ও
রজনীগন্ধার পরিমলে
"সে আসিবে," আমার মন বলে
উতলা হয়েছে মালতীর লতা
ফুরালো না তাহার মনের কথা
বনে বনে আজি একি কানাকানি
কিসের বারতা ওরা পেয়েছে না জানি
বনে বনে আজি একি কানাকানি
কিসের বারতা ওরা পেয়েছে না জানি
কাঁপন লাগে দিগঙ্গনার বুকের আঁচলে
"সে আসিবে," আমার মন বলে
আজি গোধূলিলগনে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists