Rezwana Choudhury Bannya - Chhinno Patar Sajai Tarani - Live lyrics
Artist:
Rezwana Choudhury Bannya
album: Chhinno Patar Sajai Tarani (Live)
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
আনমনা যেন দিকবালিকার
আনমনা যেন দিকবালিকার
ভাসানো মেঘের ভেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
♪
যেমন হেলায় অলস ছন্দে
কোন খেয়ালির কোন আনন্দে
যেমন হেলায় অলস ছন্দে
কোন খেয়ালির কোন আনন্দে
সকালে ধরানো আমের মুকুল
ঝরানো বিকালবেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
♪
যে বাতাস নেয় ফুলের গন্ধ
ভুলে যায় দিন শেষে
তার হাতে দিই আমার ছন্দ
কোথা যায় কে জানে সে
যে বাতাস নেয় ফুলের গন্ধ
ভুলে যায় দিন শেষে
তার হাতে দিই আমার ছন্দ
কোথা যায় কে জানে সে
লক্ষ্যবিহীন স্রোতের ধারায়
জেনো জেনো মোর সকলই হারায়
জেনো জেনো
লক্ষ্যবিহীন স্রোতের ধারায়
জেনো জেনো মোর সকলই হারায়
জেনো জেনো
চিরদিন আমি পথের নেশায়
পাথেয় করেছি হেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
আনমনা যেন দিকবালিকার
আনমনা যেন দিকবালিকার
ভাসানো মেঘের ভেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
Поcмотреть все песни артиста
Other albums by the artist