Kishore Kumar Hits

Rezwana Choudhury Bannya - Baro Aasha Kore lyrics

Artist: Rezwana Choudhury Bannya

album: Barota Peyechi Mone Mone


বড়ো আশা করে এসেছি গো কাছে ডেকে লও
ফিরায়ো না, জননী
বড়ো আশা করে এসেছি গো কাছে ডেকে লও
ফিরায়ো না, জননী
বড়ো আশা করে এসেছি গো কাছে ডেকে লও

দীনহীনে কেহ চাহেনা
তুমি তারে রাখিবে জানি গো
আর আমি যে কিছু চাহিনে
চরণতলে বসে থাকিব
আর আমি যে কিছু চাহিনে
জননী বলে শুধু ডাকিব
তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা?
কেঁদে কেঁদে কোথা বেড়াব?
ওই যে হেরি
তমসঘনঘোরা গহন রজনী
বড়ো আশা করে এসেছি গো কাছে ডেকে লও
ফিরায়ো না, জননী
বড়ো আশা করে এসেছি গো কাছে ডেকে লও

দীনহীনে কেহ চাহে না
তুমি তারে রাখিবে জানি গো
আর আমি যে কিছু চাহি নে
চরণতলে বসে থাকিব
আর আমি যে কিছু চাহি নে
জননী বলে শুধু ডাকিব
তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা?
কেঁদে কেঁদে কোথা বেড়াব?
ওই যে হেরি
তমসঘনঘোরা গহন রজনী
বড়ো আশা করে এসেছি গো কাছে ডেকে লও
ফিরায়ো না, জননী
বড়ো আশা করে এসেছি গো কাছে ডেকে লও

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists