Kishore Kumar Hits

Rezwana Choudhury Bannya - Keno Je Mon Bhole lyrics

Artist: Rezwana Choudhury Bannya

album: Momo Antor Udashey


কেন যে মন ভোলে আমার মন জানে না
কেন যে মন ভোলে আমার মন জানে না
কেন যে মন ভোলে
তারে মানা করে কে, আমার মন মানে না
কেন যে মন ভোলে আমার মন জানে না
কেন যে মন ভোলে

কেউ বোঝে না তারে, সে যে বোঝে না আপনারে
কেউ বোঝে না তারে, সে যে বোঝে না আপনারে
সবাই লজ্জা দিয়ে যায়, সে তো কানে আনে না
কেন যে মন ভোলে আমার মন জানে না
কেন যে মন ভোলে

তার খেয়া গেল পারে
সে যে রইল নদীর ধারে
তার খেয়া গেল পারে
সে যে রইল নদীর ধারে
কাজ করে সব সারা
ওই এগিয়ে গেল কারা
কাজ করে সব সারা
ওই এগিয়ে গেল কারা
আনমনা মন সে দিক-পানে
দৃষ্টি হানে না
কেন যে মন ভোলে আমার মন জানে না
কেন যে মন ভোলে
তারে মানা করে কে, আমার মন মানে না
কেন যে মন ভোলে আমার মন জানে না
কেন যে মন ভোলে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists