Kishore Kumar Hits

Rezwana Choudhury Bannya - Amar Din Furalo lyrics

Artist: Rezwana Choudhury Bannya

album: Surer Badhonay


আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
আমার দিন ফুরালো
গহন মেঘের নিবিড় ধারার মাঝে
আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
আমার দিন ফুরালো
বনের ছায়ায় জলছলছল সুরে
হৃদয় আমার কানায় কানায় পূরে
খনে খনে ওই গুরুগুরু তালে তালে
গগনে গগনে গভীর মৃদঙ বাজে
বনের ছায়ায় জলছলছল সুরে
হৃদয় আমার কানায় কানায় পূরে
খনে খনে ওই গুরুগুরু তালে তালে
গগনে গগনে গভীর মৃদঙ বাজে
আমার দিন ফুরালো
কোন দূরের মানুষ যেন এল আজ কাছে
তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে
বুকে দোলে তার বিরহব্যথার মালা
গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা
মনে হয় তার চরণের ধ্বনি জানি
হার মানি তার অজানা জনের সাজে
বুকে দোলে তার বিরহব্যথার মালা
গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা
মনে হয় তার চরণের ধ্বনি জানি
হার মানি তার অজানা জনের সাজে
আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
আমার দিন ফুরালো

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists