Kishore Kumar Hits

Rezwana Choudhury Bannya - Dingule Moor lyrics

Artist: Rezwana Choudhury Bannya

album: Surer Badhonay


দিনগুলি মোর সোনার খাঁচায়
রইল না, রইল না
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
কান্নাহাসির বাঁধন তারা সইল না, সইল না
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
কান্নাহাসির বাঁধন তারা সইল না
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
আমার প্রাণের গানের ভাষা
শিখবে তারা ছিল আশা
আমার প্রাণের গানের ভাষা
শিখবে তারা ছিল আশা
উড়ে গেল, সকল কথা কইল না, কইল না
সেই-যে আমার নানা রঙের দিনগুলি

স্বপন দেখি, যেন তারা কার আশে
ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
স্বপন দেখি, যেন তারা কার আশে
ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
এত বেদন হয় কি ফাঁকি
ওরা কি সব ছায়ার পাখি
আকাশ-পারে কিছুই কি গো বইল না
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
এত বেদন হয় কি ফাঁকি
ওরা কি সব ছায়ার পাখি
আকাশ-পারে কিছুই কি গো বইল না, বইল না
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
দিনগুলি মোর সোনার খাঁচায়
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
দিনগুলি মোর সোনার খাঁচায়
রইল না, রইল না
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
দিনগুলি মোর সোনার খাঁচায়

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists