শ্রাবণের পবনে আকুল বিষণ্ন সন্ধ্যায়
সাথিহারা ঘরে মন আমার
প্রবাসী পাখি ফিরে যেতে চায়
দূরকালের অরণ্যছায়াতলে
শ্রাবণের পবনে আকুল বিষণ্ন সন্ধ্যায়
কী জানি সেথা আছে কিনা
আজও বিজনে বিরহী হিয়া
কী জানি সেথা আছে কিনা
আজও বিজনে বিরহী হিয়া
নীপবনগন্ধঘন অন্ধকারে
সাড়া দিবে কি গীতহীন নীরব সাধনায়
শ্রাবণের পবনে আকুল বিষণ্ন সন্ধ্যায়
হায়, জানি সে নাই জীর্ণ নীড়ে
জানি সে নাই নাই
তীর্থহারা যাত্রী ফিরে ব্যর্থ বেদনায়
হায়, জানি সে নাই জীর্ণ নীড়ে
জানি সে নাই নাই
তীর্থহারা যাত্রী ফিরে ব্যর্থ বেদনায়
ডাকে তবু হৃদয় মম মনে-মনে, রিক্ত ভুবনে
ডাকে তবু হৃদয় মম মনে-মনে, রিক্ত ভুবনে
রোদন-জাগা সঙ্গীহারা অসীম শূন্যে শূন্যে
শ্রাবণের পবনে আকুল বিষণ্ন সন্ধ্যায়
সাথিহারা ঘরে মন আমার
প্রবাসী পাখি ফিরে যেতে চায়
দূরকালের অরণ্যছায়াতলে
শ্রাবণের পবনে আকুল বিষণ্ন সন্ধ্যায়
Поcмотреть все песни артиста
Other albums by the artist