Kishore Kumar Hits

Swagatalakshmi Dasgupta - Laskmi Jokhon Asbe Tokhon lyrics

Artist: Swagatalakshmi Dasgupta

album: Laskmi Jokhon Asbe Tokhon


লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবি রে ঠাঁই
দেখ রে চেয়ে আপন-পানে, পদ্মটি নাই, পদ্মটি নাই
লক্ষ্মী যখন আসবে
ফিরছে কেঁদে প্রভাতবাতাস, আলোক যে তার ম্লান হতাশ
মুখে চেয়ে আকাশ তোরে শুধায় আজি নীরবে তাই
পদ্মটি নাই, পদ্মটি নাই
লক্ষ্মী যখন আসবে
কত গোপন আশা নিয়ে কোন সে গহন রাত্রিশেষে
অগাধ জলের তলা হতে অমল কুঁড়ি উঠল ভেসে
কত গোপন আশা নিয়ে কোন সে গহন রাত্রিশেষে
অগাধ জলের তলা হতে অমল কুঁড়ি উঠল ভেসে
হল না তার ফুটে ওঠা, কখন ভেঙে পড়ল বোঁটা
মর্ত্য কাছে স্বর্গ যা চায় সেই মাধুরী কোথা রে পাই
পদ্মটি নাই, পদ্মটি নাই
লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবি রে ঠাঁই
দেখ রে চেয়ে আপন-পানে, পদ্মটি নাই, পদ্মটি নাই
লক্ষ্মী যখন আসবে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists