Kishore Kumar Hits

Swagatalakshmi Dasgupta - Bedona Ki Vasay Re lyrics

Artist: Swagatalakshmi Dasgupta

album: Bedona Ki Vasay Re


বেদনা কী ভাষায় রে
মর্মে মর্মরি গুঞ্জরি বাজে
বেদনা...
সে বেদনা সমীরে সমীরে সঞ্চারে
সে বেদনা সমীরে সমীরে সঞ্চারে
চঞ্চল বেগে বিশ্বে দিল দোলা
বেদনা...
দিবানিশা আছি নিদ্রাহরা বিরহে
তব নন্দনবন-অঙ্গনদ্বারে
দিবানিশা আছি নিদ্রাহরা বিরহে
তব নন্দনবন-অঙ্গনদ্বারে
মনোমোহন বন্ধু
আকুল প্রাণে
মনোমোহন বন্ধু
আকুল প্রাণে
পারিজাতমালা সুগন্ধ হানে
বেদনা কী ভাষায় রে
মর্মে মর্মরি গুঞ্জরি বাজে
বেদনা কী ভাষায় রে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists