Bratati Bandyopadhyay - Ekushe February lyrics
Artist:
Bratati Bandyopadhyay
album: 21Sher Janyo
একুশে ফেব্রুয়ারি
বুকের ভিতর শোকের ভিতর
শিশুর মুখে প্রিয়ার চোখে
একুশ আছে একুশ আছে
আমার কাছে তোমার কাছে
উথাল পাথাল নদীর কাছে
ফুলের বাসে রক্তে রঙিন
শ্যামল ঘাসে একুশ আছে
একুশ আছে জননী তোর দীর্ঘশ্বাসে
সালাম ভাই বরকতেরা জব্বারেরা বেঁচে আছে
দেখবি জয় রক্তপাতে
একুশ আছে একুশ আছে
একুশ আছে নদীর কুলে
তাল শিমুলে রক্ত পলাশ
পল্লিবালার কানের দুলে
চোখের পাতায় নাকের ফুলে
খোপায় স্তব্ধ মেঘের কোলে
একুশ আছে রাজার কোলে
শিশুর ঘুমে বুকের ওমে
ধানের ক্ষেতে পাটের আঁশে
সরষো দানাই শত্রু হানায়
একুশ আছে একুশ বাঁচে
কানায় কানায়
একুশ আছে একুশ বাঁচে
বৃষ্টি বাদল ঝড়ের মাদল
মাঝি মল্লার মুখের আদল জুমের ক্ষেতে
কাপাস ফুলে তিল সরিষা প্রজাপতি
হাওয়ায় দোলে
একুশ আছে একুশ বাঁচে
অমর একুশ রমনাতেই
অমর একুশ আজ প্রাতেই
সূর্য ওঠার আলো আলো ঝর্ণাতেই
একুশ আছে একুশ বাঁচে
প্রলয় শিখার প্রদীপ হাতে
আমার ভাষা তোমার ভাষা
সকল আশার মাতৃভাষার
ফুলের নেশায় ফুল ফোটে
একুশ আছে একুশ আছে
আঁধার বেলায় ভোরের পাখি
একুশ করে ডাকাডাকি
একুশ আছে সূর্যদয়ে
একুশ বাঁচে মৃত্যুজয়ে
একুশ আছে একুশ আছে
ফুল ফোটে গন্ধরাজ
একুশ আছে অগ্নিকোনে
মেঘের সাজ একুশ আছে
জয়োদ্ধতো একুশ বাঁচে অবিরত
একুশ আছে একুশ বাঁচে
রিয়াঙ্গ বধুর রাঙবাঙ্গনি
কন্ঠমালায় মেঘের ফাঁকে
চাঁদের ছায়ায় হাতের ডালা
হজাগীরির নাচে থালা
একুশ আছে পাহাড় জুড়ে সমতলে
হাজার ঘরে নদীর চরে
একুশ আছে ভাগের দোলে
আমের বোলে
একুশ আছে একুশ আছে
বুকের ঘুনে যুদ্ধজারি
অমর একুশ ফেব্রুয়ারী
ভাইয়ের খুনে রক্তজবায়
লাল ফাগুনে ফুলের বনে
উঠবো কোনে একুশ যারি
অমর একুশ ফেব্রুয়ারী
ভাইয়ের খুনে ফোটে একুশ
তারে কি আর ভুলতে পারি
Поcмотреть все песни артиста
Other albums by the artist