খেয়াল খুশি মাখবো রং, মেঘ-বৃষ্টি-রোদ
খেয়াল খুশি উঠবে সূর্য, বৃষ্টি দিয়ে শোধ
খেয়াল খুশি ছোট হবো, খেয়াল খুশি বড়
রঙিন খুশির ইচ্ছে দেশে আমরা হবো জড়ো
খেয়াল খুশি জাগবো রাতে ছোট্ট তারার সাথে
খেয়াল খুশি নৌকো বেয়ে চলবো সাগর পথে
খেয়াল খুশি গান শোনাবো চাঁদের আলোক দেশে
খেয়াল খুশি পরীর ডাঙায় পৌঁছে যাবো হেসে
খেয়াল খুশি মধুর বাঁশি নিত্য সাথি মোর
সুরের বাণী ছন্দে আনি চিত্তে মাতি ভোর
খেয়াল খুশি ভাবতে থাকি আর আসেনা ঘুম
ঘুম জাগানিয়া দিয়ে গেছে চোখের পাতায় চুপ
খেয়াল খুশি পথ হারাবো বাঁধা নিষেধহীন
বৃষ্টিতে আজ ভিজবো সুখে, গাইবো সারাদিন
খেয়াল খুশি ঘুরবো আকাশ পাখির ডানা মেলে
খেয়াল খুশি ফিরবো আবার মেঘের সাথে খেলে
খেয়াল খুশি উড়ে যাবো প্রজাপতির মতো
খেয়াল খুশি ফুল বাগানে তুলবো মণি-রতন
খেয়াল খুশি কদম তলায় পড়বে কদম ফুল
তোমার কথা পড়তে মনে আর হবেনা ভুল
খেয়াল খুশি ছন্দে গন্ধে উঠবে ভরে প্রাণ
খেয়াল খুশি ভ্রমর পাখি শুনিয়ে যাবে গান
খেয়াল খুশি হাসবো গাইবো নেইকো কোনো মানা
খেয়াল খুশি গল্পে মাতি পেলে কথার ডানা
খেয়াল খুশি লড়াই পথে একটু সুরেতে ফেরা
খেয়াল খুশি থাকবো সুখে স্বপ্ন দিয়ে ঘেরা
খেয়াল খুশি আঁকবো ছবি বুকের স্বপ্ন নিয়ে
থাকবো বসে ভুবন ডাঙায় তোমার পানে চেয়ে
Поcмотреть все песни артиста
Other albums by the artist