সেলাম চাচা, সেলাম তোমার পায় বড় নাওয়ের মাঝি মোরে বানাইছে আল্লায় সেলাম চাচা, সেলাম তোমার পায় বড় নাওয়ের মাঝি মোরে বানাইছে আল্লায় ও তুমি কইয়ো গিয়া চাচির কাছে ফুলের গন্ধ ভাল্লাগে না কাদের বাড়ি সাজায় শোক? গান ফিরেছে মাটির কাছে মৃত্যু কেবল মিথ্যে হোক পিছু নিচ্ছে হরিধ্বনি তোমার হরি করিম শাহ চোখের পাতায় ঘুম নেমেছে হাতের পাতায় অবজ্ঞা তোমার মধ্যে মাটিই ছিল মাটির দোহা, মাটির শ্লোক গান ফিরেছে মাটির কাছে মৃত্যু কেবল মিথ্যে হোক ♪ হাসতে হাসি বেমানানের এই নগরের ফকির সাঁই সাথ সঙ্গত রইল পড়ে ঠান্ডা হাতেই সাধ মেটাই চুপের পরে আর কী কথা ধূপের ধোঁয়া জ্বালায় চোখ গান ফিরেছে মাটির কাছে মৃত্যু কেবল মিথ্যে হোক আর ক'টা দিন থাকলে হতো চড়ুইভাতির সময় শেষ দোতারা যায় আকাশপানে সেই যেখানে গানের দেশ সবাই আগুন পেরিয়ে এলাম সবাই তোমার গানের লোক (বাঁচবো বাঁচবো রে আমরা) গান ফিরেছে মাটির কাছে (বাঁচবো রে বাঁচবো) মৃত্যু কেবল মিথ্যে হোক (ভাঙা বুকের পাঁজর দিয়া) নয়া বাংলা গড়বো বাঁচবো বাঁচবো রে আমরা বাঁচবো রে বাঁচবো ভাঙা বুকের পাঁজর দিয়া নয়া বাংলা গড়বো