Kishore Kumar Hits

Bratati Bandyopadhyay - Abirvab lyrics

Artist: Bratati Bandyopadhyay

album: Nana Rabindranather Mala


বহুদিন হল কোন্ ফাল্গুনে
ছিনু আমি তব ভরসায়
এলে তুমি ঘন বরষায়
আজি উত্তাল তুমুল ছন্দে
আজি নবঘনবিপুলমন্দ্রে
আমার পরাণে যে গান বাজাবে
সে গান তোমার করে সায়
আজি জলভরা বরষায়
দূরে একদিন দেখেছি তব
কনকাঞ্চল-আবরণ
নবচম্পক-আভরণ
কাছে এলে যবে হেরি অভিনব
ঘোর ঘননীল গুণ্ঠন তব
চল চপলার চকিত চমকে
করিছে চরণ বিচরণ
কোথা চম্পক-আভরণ
সেদিন দেখেছি ক্ষণে ক্ষণে তুমি
ছুঁয়ে ছুঁয়ে যেতে বনতল
নুয়ে নুয়ে যেত ফুলদল
শুনেছিনু যেন মৃদু রিনিরিনি
ক্ষীণ কটি ঘেরি বাজে কিঙ্কিণী
পেয়েছিনু যেন ছায়াপথে যেতে
তব নিশ্বাসপরিমল
ছুয়ে যেতে যবে বনতল
আজি আসিয়াছ ভুবন ভরিয়া
গগনে ছড়ায়ে এলোচুল
চরণে জড়ায়ে বনফুল
ঢেকেছ আমারে তোমার ছায়ায়
সঘন সজল বিশাল মায়ায়
আকুল করেছ শ্যাম সমারোহে
হৃদয়সাগর-উপকূল
চরণে জড়ায়ে বনফুল
ফানে আমি ফুলবনে বসে
গেঁথেছি যত ফুলহার
সে নহে তোমার উপহার
যেথা চলিয়াছ সেথা পিছে পিছে
স্তবগান তব আপনি ধ্বনিছে
বাজাতে শেখে নি সে গানের সুর
এ ছোটো বীণার ক্ষীণ তার
এ নহে তোমার উপহার
কে জানিত সেই ক্ষণিকামুরতি
দুরে করি দিবে বরষণ
মিলাবে চপল দরশন
কে জানিত মোরে এত দিবে লাজ!
তোমার যোগ্য করি নাই সাজ
বাসরঘরের দুয়ারে করালে
পূজার অর্ঘ্য বিরচণ
একি রূপে দিলে দরশন
ক্ষমা করো তবে, ক্ষমা করো মোর
আয়োজনহীন পরমাদ
ক্ষমা করো যত অপরাধ
এই ক্ষণিকের পাতার কুটীরে
প্রদীপ-আলোকে এসে ধীরে ধীরে
এই বেতসের বাঁশিতে পড়ুক
তব নয়নের পরসাদ
ক্ষমা করো যত অপরাধ
আস নাই তুমি নবফানে
ছিনু যবে তব ভরসায়
এসো এসো ভরা বরষায়
এসসা গো গগনে আঁচল লুটায়ে
এসো গো সকল স্বপন ছুটায়ে
এ পরান ভরি যে গান বাজাবে
সে গান তোমার করে সায়
আজি জলভরা বরষায়

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists