নারী
শৈশবে সে পিতার অধীন
যৌবনে সে পতির
বৃদ্ধকালে পুত্র মালিক
স্বাতন্ত্র্য নেই সতীর
নারী অতি দুষ্টমতি
শয়তানেরই দূত
আদমকে দেয় নিষিদ্ধ ফল
সমাজকে দেয় ভূত
কোনো গুন নাইকো তাহার
সারাদেহে বন্যা
আকাশ জ্বালায়, বাতাস কাঁদায়
সে দোজখের কন্যা
মনুস্মৃতি, শরীয়ত
আর ধর্মশাস্ত্র যত
নারীর পিঠে পাথর রাখে
নিষেধ শতশত
ঘোমটা দেও, বোরখা পর
পতির চিতায় মর
রান্নাঘরে কান্না পেলে
নারীর গালে চড়
পণের জন্যে
জতুগৃহে নারী দগ্ধ হয়
ভ্রূণে হত জননীকুল
এ কী রে প্রলয়
তাই তো আজ নারীরা সব
সাজে অগ্নিশিখা
অর্ধ আকাশ, অর্ধ জমিন
নারীর জন্য লিখা
আঁধার থেকে আসছে নারী
শাস্ত্র-আচার ভেদী
পিতৃতন্ত্র ভাঙছে নারী
যাচ্ছে নরক ছেদি
Поcмотреть все песни артиста
Other albums by the artist