Agnibha Bandyopadhyay - Oi Sagorer Dheuye lyrics
Artist:
Agnibha Bandyopadhyay
album: Oi Sagorer Dheuye
ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী, বাজল ভেরী
কখন আমার খুলবে দুয়ার নাইকো দেরি, নাইকো দেরি
ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী, বাজল ভেরী
কখন আমার খুলবে দুয়ার নাইকো দেরি, নাইকো দেরি
ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী, বাজল ভেরী
♪
তোমার তো নয় ঘরের মেলা, কোণের খেলা গো
তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরি
ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী, বাজল ভেরী
♪
মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া
তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া
মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া
তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া
ভাঙল যাহা পড়ল ধুলায় যাক-না চুলায় গো
ভরল যা তাই দেখ-না, রে ভাই, বাতাস ঘেরি, আকাশ ঘেরি
ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী, বাজল ভেরী
কখন আমার খুলবে দুয়ার নাইকো দেরি, নাইকো দেরি
ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী, বাজল ভেরী
Поcмотреть все песни артиста
Other albums by the artist