তোলপাড় তুফানে তোল পাল উজানে তোলপাড় তুফানে তোল পাল উজানে কে জানে কোথায় কোন কথা বয়ে যায় আয়, ডুব দিয়ে দেখ গভীর গহনে কে জানে মুক্তো কোন মন দরিয়ায় তোলপাড় তুফানে তোল পাল উজানে ♪ চলা শুধু চলার অচেনায় মন থেকে মন দূরে সরে যায় কথা আরো কথার পাহারায় গোপন কথা কি লুকিয়ে ঝরে যায় শুধু বয়ে চলা বয়ে যাওয়া বেলা কান পেতে শোন মন কী চায় আয় ডুব দিয়ে দেখ গভীর গহনে কে জানে মুক্তো কোন মন দরিয়ায় তোলপাড় তুফানে তোল পাল উজানে ♪ মেঘে, দূর মেঘে দে উড়ান সূর্য তোরণে পেলো কি সম্মান দূরে, আরো দূরে অভিযান দুর্গম পথে ফেলে যাই অভিমান ভিজে বর্ষাতে আয় মেঠো পথে যেখানে বন্ধু হাত বাড়ায় আয় ডুব দিয়ে দেখ গভীর গহনে কে জানে মুক্তো কোন মন দরিয়ায় তোলপাড় তুফানে তোল পাল উজানে তোলপাড় তুফানে তোল পাল উজানে কে জানে কোথায় কোন কথা বয়ে যায় আয় ডুব দিয়ে দেখ গভীর গহনে কে জানে মুক্তো কোন মন দরিয়ায় তোলপাড় তুফানে তোল পাল উজানে