ও মন, কালো ভুলে আলো খোঁজো কালোর কদর জানো না কালো ভুলে আলো খোঁজো কালোর কদর জানো না ওরে, ছিলে সদা কালোর মাঝে ছিলে সদা কালোর মাঝে এখন আলোয় কালো চেনো না কালো ভুলে আলো খোঁজো কালোর কদর জানো না কালো ভুলে আলো খোঁজো কালোর কদর জানো না ♪ কালো থেকে এসে আলোয় দিন কয়েকের বসবাস কালো থেকে এসে আলোয় দিন কয়েকের বসবাস আবার কালের শেষে কালোয় ফিরে কালোর সাথে সহবাস তখন কালো বিনে আলো কোথা কালো বিনে আলো কোথা ও মন, ভেবে বলো না কালোর কদর জানো না, মন আলোয় কালো চেনো না কালো ভুলে আলো খোঁজো কালোর কদর জানো না কালো ভুলে আলো খোঁজো কালোর কদর জানো না ♪ আলোয় এসে রূপ দেখে মা'র সাথে তোমার পরিচয় আলোয় এসে রূপ দেখে মা'র সাথে তোমার পরিচয় ওরে, আঁধার কূপে নাড়ীর সাথের টান যে মায়ের প্রাণ গো হয় ঐ আঁধার কালোর বাইরে আলোয় আঁধার কালোর বাইরে আলোয় সবই কালোর ছলনা কালোর কদর জানো না, মন আলোয় কালো চেনো না কালো ভুলে আলো খোঁজো কালোর কদর জানো না কালো ভুলে আলো খোঁজো কালোর কদর জানো না ♪ কালো ব্রহ্ম সনাতনী কালো যে গো আদির রূপ কালো ব্রহ্ম সনাতনী কালো যে গো আদির রূপ ও মন, আলো দেখে কালো ভোলো কালো সদা আলোর যুগ ওরে, কালো ছাড়া জেনো আলোর কালো ছাড়া জেনো আলোর দু'দন্ড যে চলে না কালোর কদর জানো না, মন আলোয় কালো চেনো না কালো ভুলে আলো খোঁজো কালোর কদর জানো না কালো ভুলে আলো খোঁজো কালোর কদর জানো না