বারে বারে তাকে খুঁজেছি কোন দুরাশায়
জানি না, জানি না, জানি না
বারে বারে তাকে খুঁজেছি কোন দুরাশায়
জানি না, জানি না, জানি না
আয়না ভোর, সন্ধ্যা নীল, চাইছে দিন অন্ত্যমিল
আয়না ভোর, সন্ধ্যা নীল, চাইছে দিন অন্ত্যমিল
মন সে ছুঁয়ে যাবে না
মানি না, মানি না, মানি না
বারে বারে তাকে খুঁজেছি কোন দুরাশায়
জানি না, জানি না, জানি না
♪
বারে বারে মনে যার ছবি আঁকি
সে এমনিভাবেই কি দিয়ে যাবে ফাঁকি?
বারে বারে মনে যার ছবি আঁকি
সে এমনিভাবেই কি দিয়ে যাবে ফাঁকি?
হয় সে ভাঙ্গা কাঁচ, নয় আগুনের আঁচ
হয় সে ভাঙ্গা কাঁচ, নয় আগুনের আঁচ
তাকে ছোঁয়া যাবে না
মানি না, মানি না, মানি না
বারে বারে তাকে খুঁজেছি কোন দুরাশায়
জানি না, জানি না, জানি না
♪
সন্ধানী মন অভিসারের আশায় কি?
সে কূল ভাঙ্গা স্রোতে নিজেকে ভাসায় কি?
সন্ধানী মন অভিসারের আশায় কি?
সে কূল ভাঙ্গা স্রোতে নিজেকে ভাসায় কি?
রইবে সে দূরে, সুরে, নূপুরে
রইবে সে দূরে, সুরে, নূপুরে
কখনো মিল হবে না
মানি না, মানি না, মানি না
বারে বারে তাকে খুঁজেছি কোন দুরাশায়
জানি না, জানি না, জানি না
বারে বারে তাকে খুঁজেছি কোন দুরাশায়
জানি না, জানি না, জানি না
আয়না ভোর, সন্ধ্যা নীল, চাইছে দিন অন্ত্যমিল
আয়না ভোর, সন্ধ্যা নীল, চাইছে দিন অন্ত্যমিল
মন সে ছুঁয়ে যাবে না
মানি না, মানি না, মানি না
বারে বারে তাকে খুঁজেছি কোন দুরাশায়
জানি না, জানি না, জানি না
জানি না, জানি না, জানি না
জানি না, জানি না, জানি না
Поcмотреть все песни артиста